চীনের সিনোফার্মের টিকার অনুমোদন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

অনলাইন ডেস্ক : চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশনের টিকার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার এই অনুমোদন দেয় অধিদপ্তর। ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দেশে একই সঙ্গে চীন এবং রাশিয়ার টিকা যাতে উৎপাদন করা যায় সে প্রক্রিয়া চলমান। বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে পারেব।

সব প্রক্রিয়া মেনে টিকা উৎপাদনে যেতে কমপক্ষে ছয়মাস সময় লাগবে বলেও জানায় অধিদপ্তর।

এর আগে মঙ্গলবার দেশে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছিল। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুমোদনের পর রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকল না।