দিনে বাড়বে তাপমাত্রা রাত কাঁপাবে শীত! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিউজ ডেস্কঃ অবহাওয়া অফিস বলছে, সূর্যের দেখা না মিললেও ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাত কাঁপাবে শীত।দেশের আকাশ এখনও কুয়াশায় ঢাকা। সেইসঙ্গে বইছে ঠাণ্ডা বাতাসও। আকাশ মেঘলা। শীতের তীব্রতা থাকলেও মঙ্গলবারের চেয়ে আজ ঢাকার তাপমাত্রা সামান্য বেড়েছে। ঠিক এসময় অবহাওয়া অফিস বলছে, ঢাকার দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে রাত কাঁপাবে শীত।আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি এবং আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়লেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এদিকে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ অবস্থায় বৃহস্পতি ও শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। Share this:FacebookX Related posts: তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টি থামলেই ফের হাড় কাঁপানো শীত! রাত পোহালেই ভোটের লড়াই টানা ২দিন বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত মার্চেই তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে ৭ অঞ্চলে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা দেশে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যাওয়ার আশংকা! আবারো আসছে শৈত্যপ্রবাহ, কমবে তাপমাত্রা আরও বাড়তে পারে শীত SHARES Matched Content জাতীয় বিষয়: কাঁপাবেতাপমাত্রাদিনে বাড়বেরাতশীত