যমুনা ফিউচার পার্ক বন্ধ!

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ আজ বুধবার (০৮ জানুয়ারি ২০২০)। এদিন রাজধানীতে বন্ধ থাকে সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক।এছাড়া ঢাকার বেশ কিছু জায়গা ও শপিং মল বন্ধ থাকবে আজ। চলুন দেখা যাক-বন্ধ থাকবে যেসব এলাকবসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১,২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।বন্ধ থাকবে যেসব মার্কেট যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থানবঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার। এটিও বন্ধ থাকবে আজ। এটি রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত। এর প্রবেশ মূল্য ৫০ টাকা।