সত্য তথ্য না জেনে শেয়ার নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কোনো গুজবে কান দেবেন না। সত্য তথ্য না জেনে কোনো কিছু শেয়ার দেবেন না। এতে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি ও ব্যক্তির ক্ষতি হয়।বুধবার (০৮ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২০ সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।এর আগে সরকারের সেবা সম্বলিত মাই গভ বা আমার সরকার নামে একটি অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রযুক্তি খাতের অবদানের জন্য ১৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মননা জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, গুজবে কান দিবেন না। সেই সাথে প্রযুক্তির নেতিবাচক দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, শিশুরা যাতে প্রযুক্তির উপর আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সাবধান থাকতে হবে।তৈরি পোশাক খাতের পর প্রযুক্তিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর নেয়া কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলাম, মানুষের মধ্যে যখন স্বচ্ছলতা আসছিল তখন ক্ষমতার পরিবর্তন ঘটে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর উন্নয়ন কর্মসূচি বন্ধ হয়ে যায়।

এর আগে ৯০ সালে যখন বিএনপি ক্ষমতায় তখন একটি মোবাইল ফোনের দাম ছিল এক লাখ টাকা। মোবাইল ফোনের কল করলেও ১০ টাকা, ধরলেই ১০ টাকা মিনিট বিল আসতো। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের একক কোম্পানি একচেটিয়া ব্যবসা করার ফলে মোবাইলের দাম কমেনি। তখনবার সরকারের অজ্ঞতার কারণে ব্রডব্যান্ড নিতে পারেনি। বিশাল সুযোগ হাত ছাড়া হয়ে যায়। এভাবে তারা দেশকে পেছনের দিকে নিয়ে যায়।