ভারতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন। আজ সোমবার নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশন ভারতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে পাঠানো বার্তায় বলেছে, যে বাংলাদেশি নাগরিকরা এখন ভারতে অবস্থান করছেন, জরুরি প্রয়োজন ছাড়া তাদের বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া করোনায় স্বাস্থ্যবিধি ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধ মেনে চলার জন্যও বাংলাদেশিদের অনুরোধ করেছে হাইকমিশন। এদিকে ভারতে করোনার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ সরকার, যা আজ থেকে আগামী ৯ মে পর্যন্ত বলবৎ থাকবে। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তারও কম রয়েছে, তারা যথাযথ অনুমোদন সাপেক্ষে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে ভারতের অবস্থা তুলনামূলক ভালো থাকলেও দ্বিতীয় ঢেউয়ে ইতোমধ্যে ভয়াবহ অবস্থা দেশটির। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা তো বাড়ছেই, এরসঙ্গে ভারতের করোনা পরিস্থিতির সামগ্রিক চিত্রে নতুন মাত্রা যোগ করছে তীব্র অক্সিজেন সংকট। ওয়ার্ল্ডোমিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল ভারত। Share this:FacebookX Related posts: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার ভারতে আটকে পড়া বাংলাদেশিদের সমস্যা সমাধানে সচেষ্ট সরকার ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, আক্রান্ত মোট ৪২৯৮ ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ ভারতে মানুষের শরীরে করোনা প্রতিষেধক পরীক্ষা শুরু ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু সরকারি চাপে ভারতে কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ ভারতে একদিনে করোনায় মারা গেল ২৭৬০ জন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অবস্থানরতবাংলাদেশিদেরভারতেসতর্ক থাকার আহ্বান