সন্ধ্যায় শেওড়ার ঝোপঝাড়ে উচ্ছেদ অভিযান চালাবে র‌্যাব: সারোয়ার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার পরিপেক্ষিতে আজকে সন্ধ্যার মধ্যেই শেওড়া রেললাইন এবং ওই এলাকার রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম।বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।এসময় ওই এলাকার নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই এলাকায় ঝোপঝাড় ও রেল লাইন থাকায় মাদকসেবীদের আনাগোনা বেশি থাকে। ধর্ষক আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিলো। সে ছিলো মাদকাসক্ত। যার ফলে তার মধ্যে কোন হিতাহিত জ্ঞান ছিলো না।

ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করি সবার নিরাপত্তা নিশ্চিত করি। এরই ধারাবাহিকতায় আমরা র‌্যাবের বিভিন্ন ব্যাটেলিয়ন নিয়ে আজ সন্ধ্যার মধ্যেই অভিযান চালাবো। কারণ অপরাধীরা সব স্থানেই অপরাধ করার চেষ্টা করে। আর আমরা চেষ্টা করি অপরাধ দমন করতে।