স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি শরৎ তনচংগ্যাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।রবিবার ভোর সাড়ে ৬টায় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ির দুর্গম পাহাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় তার নেতৃত্বে শরৎ তনচংগ্যাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোমবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দুর্গম মাইন পাড়া এলাকার এক উপজাতি স্কুলছাত্রী প্রাইভেট পড়ে আসার সময় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা শরৎ তনচংগ্যা। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত শরৎ তনচংগ্যা পালিয়ে যায়। এরপর গত ১৩ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করে।

এদিকে গ্রেফতার হওয়া আসামি শরৎ তনচংগ্যাকে রোববার সকাল ১০টায় রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।