আবারও খালেদা জিয়ার করোনা পজিটিভ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : আক্রান্ত হওয়ার ১৬ দিন পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান।

ডা. সিদ্দিকী জানান, বাসার করোনা আক্রান্ত ১৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াসহ চারজনের ফল পজিটিভ পাওয়া গেছে। আর সবার নেগেটিভ এসেছে। কিন্তু সবাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের কোন জটিলতা নেই। ৪/৫ দিন পর আবার পরীক্ষা করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। করোনাজনিত বিপদজনক সময় পার হয়ে গেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যে জটিলতা তৈরী হয় সেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার রাতে রিপোর্ট হাতে পান বেগম জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, আশা করছি সামনের সপ্তাহে আরেকবার পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসবে। ম্যাডামের এখন কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। অপিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই সবসময় ৯৮/৯৯ পাওয়া গেছে। খাবারের রুচিও আগের মতো আছে এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তার দুর্বলতা আগের থেকে কমেছে।

এর আগে গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসভবনে আরও কয়েকজন আক্রান্ত। বাসাতেই সবার চিকিৎসা চলছে।