রাজশাহীতে ৩টি গাঁজার গাছ উদ্ধার,শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৭/০৪/২০২০ ইং তারিখ র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া গ্রামস্থ ধৃত আসামী ১। শ্রী কমল মন্ডল (২০) এর মালিকানাধীন ঘাঁসের জমিতে বিশেষ কায়দায় গাঁজা চাষ করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক চাষীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত্রি ০২:১০ ঘটিকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক চাসকারী/ব্যবসায়ী ১। মোঃ শ্রী কমল মন্ডল (২০), পিতা-শ্রী পরান মন্ডল, মাতা-সন্ধা রাণী, সাং-মাধবপুর উত্তরপাড়া, ইউপি-ফতেপুর, থানা-নাচোল ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে ০৩ (তিন)টি কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার গাঁজার গাছ যার কান্ড, সবুজ পাতা ও ডালপালাসহ ওজন ০৪ (চার) কেজি গাঁজার গাছ সহ হাতেনাতে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত মাদক চাষকারী/ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে আসিতেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা চাষ করার কথা স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।