কাজের সন্ধানে এসে ধর্ষণের শিকার, আটক ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে কাজের সন্ধানে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।শুক্রবার দুপুরে ভুক্তভোগী নারী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া গ্রামের মামুন প্রামাণিক (৩৫), একই গ্রামের আব্দুল খালেক (২৮) ও পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার সোহাগ সরকার (২২)। মামলা সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ওই নারী বাসা-বাড়িতে কাজের খোঁজে বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরে আসেন। শহরের একাধিক বাড়িতে কাজের খোঁজ করেন। একপর্যায়ে রাত নেমে এলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ধুনটমোড়স্থ সিএনজি অটোরিকসা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেফতারকৃতরা বাগড়া হঠাৎপাড়া গ্রামের একটি বাড়িতে তাকে কাজের সন্ধান দেন। সেই সঙ্গে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছার পর ওই বাড়িতে তাকে না নিয়ে একটি পুকুরপাড়ে নিয়ে যায় তারা। প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের হাতে নাতে আটক করেন। পরবর্তীতে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের সোপর্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত জনতার হাতে ধৃত ওই তিন ধর্ষককে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: রাজধানীতে মানবপাচার চক্রের মূলহোতাসহ আটক ৩ গ্যাসের সিলিন্ডারে ফেন্সিডিল, আটক ৩ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ মিলের তেল চুরির দায়ে চালক-হেলপারসহ আটক ৩ চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: আটক-৩কাজের সন্ধানে এসেধর্ষণের শিকার