বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ মৃধা (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

সোহাগ মৃধা পুর্ব কেয়টখালী গ্রামের আব্দুল ছালাম মৃধার ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সোহাগ বড়।

স্থানীয়রা জানায়, কেয়টখালী গ্রামের সৌদি আরব প্রবাসী মো. কোরবান শেখের নির্মাণাধীন ৩ তলা বিল্ডিংয়ের কাজ নেয় একই গ্রামের মো. আব্বাস। ঠিকাদার আব্বাসের নির্দেশেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নির্মাণাধীন ওই ভবনের ২ তলায় রাজমিস্ত্রির কাজ করতে যায় সোহাগ। এ সময় বিল্ডিংয়ের ১ ফুট দূরত্বে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের তারের সাথে লেগে ঘটনা স্থলেই সোহাগের মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করতে রাজি হননি।