হালুয়াঘাটে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
হালুয়াঘাটে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে মাটি কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে গোবরাকুড়া সিমান্তে জিরো পয়েন্টের পশ্চিম পাশে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের মৃত ইসমত আলীর পুত্র তারা মিয়াকে (৪৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনস্বার্থে এ রায় প্রদান করা হয়েছে। সরকারী বিধি বহির্ভূতভাবে ও ইজারা ব্যাতীত অবৈধভাবে যারা মাটি কাটায় সক্রিয় রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।