বড়াইগ্রামে মসজিদের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে মসজিদের ইমামতিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিয়া গ্রাম প্রধান শুকচাঁদ আলী স্থানীয় পশ্চিমপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামকে নামাজ পড়াতে নিষেধ করে জোরপূর্বক নিজেই ইমামতি করা শুরু করেন। বুধবার যোহরের নামাজের সময় গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ করেন এবং নির্ধারিত ইমামকে দিয়েই নামাজ পড়ান। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে মুসল্লীরা আসরের নামাজের প্রস্তুতি নেয়ার সময় শুকচাঁদের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে কমপক্ষে ৭ জন রক্তাক্ত জখম হন। আহতদের মধ্যে কদমচিলান গ্রামের মোজাম্মেল হোসেন (৪৫), ঢুলিয়া গ্রামের আজিত প্রামাণিক (৫৫), মজির উদ্দিন (৬৫) ও কাওসার আহমেদ (২৬) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই গ্রামের হাফিজুল ইসলাম (৩৫), আব্দুল হালিম (২৮) ও রাহয়ান আলী (৩৫) কে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শুকঁচাদ আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাকে এলাকায় পাওয়া যায়নি। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: বড়াইগ্রামে সাফবীনের উদ্যোগে কৃষকদের শিক্ষণীয় মেলা অনুষ্ঠিত বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত বড়াইগ্রামে মুজিববর্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালে দরিদ্রবান্ধব সেবার প্রতিশ্রুতি বড়াইগ্রামে করোনায় সন্দেহভাজন আক্রান্ত ১ হোম কোয়ারেন্টাইনে ৩২ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন বড়াইগ্রামে মোবাইল ফোনের জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা বড়াইগ্রামে অপপ্রচার ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন বড়াইগ্রামে ট্রাকের চাপায় ডিশ লাইন কর্মীর মৃত্যু বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত বড়াইগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত-৭ইমামতিকেকেন্দ্র করেবড়াইগ্রামেমসজিদেরসংঘর্ষে