মাদারীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে সময় টিভির নিজস্ব প্রতিবেদক সঞ্জয় কর্মকার অভিজিৎসহ চার জনের বিরুদ্ধে মিথ্যে ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেলার গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, ‘ঠিকাদারের কাজের ধীরগতিতে চালু করা যাচ্ছে না মাদারীপুর সদরের আড়াই’শ শয্যার হাসপাতাল। এই সংবাদটি জনসাধারণের দুর্ভোগের কথা তুলে ধরা হয়েছে। এই সংবাদের জন্য মানহানীর মামলা দেয়া হয়েছে। তাই দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবী জানায়। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক বীরমু্িক্তযোদ্ধা জাহাঙ্গীর কবীর, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মো. মাহবুবুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান। এছাড়াও সাংবাদিকদের পক্ষে আরো বক্তব্য রাখেন সেলিম ফরাজী, জহিরুল ইসলাম খান, আয়শা সিদ্দিকা আকাশী প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ নভেম্বর ঠিকাদারের কাজের ধীরগতিতে চালু করা সম্ভব হচ্ছে না মাদারীপুর সদরের আড়াইশ’ শয্যার হাসপাতাল, এ নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। এরই প্রতিবাদে প্রতিষ্ঠানটির ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পক্ষে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন শহিদুল ইসলাম খান। এতে বিবাদী করা হয় সময় টিভির বার্তা প্রধান তুুষার আব্দুল্লাহ, প্রধান বার্তা সম্পাদক দানিশ মুজতবা, সংবাদের প্রতিবেদক সঞ্জয় কর্মকার অভিজিৎ ও চিত্র প্রতিবেদক শাহাদাৎ আকনকে। Share this:FacebookX Related posts: প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কোনো বাধা নেই সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার বিচার চায় মুক্ত প্রকাশ সম্প্রচারমাধ্যমকর্মীরা চাকরিগত সুরক্ষার আওতায় আসবেন : তথ্যমন্ত্রী সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা: তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’গঠনের সিদ্ধান্ত ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের মামলা স্থগিত জাতীয় প্রেস ক্লাব নির্বাচন: ফরিদা-ফারুক প্যানেলকে ভোট দিতে সম্পাদক ফোরামের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: প্রত্যাহারের দাবিতে মানববন্ধনমাদারীপুরসাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা