৫ দিনের সফরে ঢাকায় ভারতীয় সেনাপ্রধান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১ স্টাফ রিপোর্টার : ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা আসেন তিনি। মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল। ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন ভারতীয় সেনাপ্রধান। অপরদিকে জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় হাইকমিশন জানায়, এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। Share this:FacebookX Related posts: ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে মুজিববর্ষের আয়োজন ঢাকায় ইন-আউট বন্ধ করছে পুলিশ ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস ঢাকায় গোলাগুলিতে ‘কসাই রাজিব’ নিহত ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাসপাতালে ভর্তি ইউএনও ওয়াহিদা ঢাকায় আজও থাকছে গরম ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি SHARES Matched Content জাতীয় বিষয়: ৫ দিনের সফরেঢাকায়ভারতীয় সেনাপ্রধান