লকডাউন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আর বাড়বে কি না এ সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী সাতদিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্দেশনা অনুযায়ী, ৫০ শতাংশ লোকবল দিয়ে সরকারি অফিস চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু আমরা লকডাউনের মধ্যে দেখতে পাচ্ছি সচিবালয়ের সব দফতর খোলা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা তাদের বলে দিয়েছি, তাদের কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। দরকারি কাজ চালানোর জন্য যতটুকু দরকার ততটুকুই থাকবে।’ তিনি বলেন, ‘দেখি আমরা সাতদিন পর কি অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ। মানুষকে তো করপোরেট করতে হবে। আপনারা তো বলছেন…সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা না।’ এখন যে পরিস্থিতি আছে এ পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে এমন প্রশ্নে তিনি বলেন, দেখি আমরা, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি। মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে উদ্ধৃতি করে আনোয়ারুল ইসলাম বলেন, কোভিড–১৯ টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। দ্বিতীয় ডোজ নিয়ে সমস্যা হবে কি না– এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে তার কথা হয়েছে, সমস্যা হবে না। টিকা যা আছে, তা দিতে দিতেই আরও টিকা চলে আসবে। ‘লকডাউনের’ মধ্যে বইমেলা চলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলতে হবে।’ Share this:FacebookX Related posts: মিরপুরে একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন আরও জোরদার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ‘লকডাউন’ শিথিল চান স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার রাত ১২টা থেকে লকডাউন পূর্ব রাজাবাজার, জোরদার হচ্ছে সেনা টহল নতুন রূপে বিমানবন্দর স্টেশন খুলছে বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা হবে কি-না সিদ্ধান্ত জানুয়ারির পর জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: বাড়ানোর বিষয়েবৃহস্পতিবারলকডাউনসিদ্ধান্ত