স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহীমা আক্তার (১৯) হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মাসুম মিয়ার (২৪) স্ত্রী। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে।

সুরভী আবাসিক এলাকার লন্ডন প্রবাসী কাওসার আহমেদের ভাড়া বাসায় বোনের সঙ্গে থাকতেন।

নিহতের বড় বোন হালিমা আক্তার বলেন, শাহীমা আমার সঙ্গে হবিগঞ্জে থাকত। হবিগঞ্জ থাকাকালীন সময়ে শাহীমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শাহীমাকে ৪ বছর আগে বিয়ে করে মাসুম। গত শনিবার (২৭ মার্চ) মাসুম শাহীমাকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় আমার বাড়িতে বেড়াতে আসে। পরে ৩১ মার্চ (বৃহস্পতিবার) রাতে শাহীমার সঙ্গে মাসুমের কথা কাটাকাটি হয়। মাসুম রাতেই শাহীমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইলে শাহীমা ও আমি রাতে না গিয়ে পর দিন ভোরে যাওয়ার জন্য। কিন্ত মাসুম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শাহীমাকে কসাইর কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে বুকে ও হাতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহীমা নিহত হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, রাতেই খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত মাসুম মিয়া পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।