করোনায় আক্রান্ত মাহমুদুর রহমান মান্না

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১

সময় সংবাদ ডেস্কঃনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তার করোনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে জানান, গত দুই দিন ধরে জ্বর ও কাশি ছিল মান্নার। পরে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, মান্না এখনও বাসায় আছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। তবে শারীরিক অবস্থা ভালো থাকলেও আমরা ঝুঁকে নিতে চাই না। এজন্য হাসপাতালে ভর্তি করাব তাকে।