হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২১
হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়।

প্রথমে উপজেলা প্রসাশন মালঞ্চ প্রদানের পর উপজেলা পরিষদ,পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ, হালুয়াঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভ‚ঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলার মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।