বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামের ইউনুস আলীর স্ত্রী পাঁপিয়া খাতুন (৩৬) ও মেয়ে সোনালী (৬) ঘটনার দিন দুপুরে পাম্পের পানির সাহায্যে গোসল করছিলো। গোসলের শেষের দিকে পাম্পের মটরের সুইচ বন্ধ করতে গিয়ে মেয়ে সোনালী আক্তার বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎ স্পর্শ হয়। বাড়ির লোকজল টের পেয়ে তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, এ বিষয়ে ইউনুস আলী থানায় সাধারণ ডায়রী করেছে। কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।