হালুয়াঘাটে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরে ৩য় তলা ভবনের ভিওিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
হালুয়াঘাটে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরে ৩য় তলা ভবনের ভিওিপ্রস্তর স্থাপন

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরে ৩য় তলা ভবনের ভিওি প্রস্তর এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার( ২০মার্চ) দুপুরে উপজেলার মুজাখালী গ্রামে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরে ৩য় তলা ভবনের ভিওি প্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ জেলা পরিষদ এর চেয়ারম্যান ইউছুফ খাঁন পাঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, ফুলপুর উপজেলার পৌরসভার মেয়র বাবু শশধর সেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আছমাউল হোসনা শিমুল,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্রশেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান,্এাণ ও সমাজকল্যাণ সম্পাদক চয়ন কুমার সরকার,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান,হালুয়াঘাট পূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি অধ্যাপক জয়দেব দও, শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকারসহ শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দির কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাটে শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরে ৩য় তলা ভবনের ভিওিপ্রস্তর স্থাপন



এসময় আলোচনা সভায় বক্তাগণ বলেন, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে অবস্থিত একমাএ শ্রীশ্রী কামাক্ষ্যা মাতার মন্দিরের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন হালুয়াঘাট পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু।