জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা সরকারের নেই: ফখরুল

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াাউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারের নেই। এটা করা হলে স্বাধীনতার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হবে। দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে।’

মঙ্গলবার(১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। অনির্বাচিত সরকার একনায়কতন্ত্র কায়েম করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমের গণমাধ্যমের কন্ঠ রোধ করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা সরকারে আছে, তারা নির্বাচিত সরকার নন। তারা বেআইনীভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করে, নির্বাচনের আগের রাতে ভোট করে ক্ষমতা দখল করে বসে আছে। আর এখন ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখবার জন্য তারা যে নির্যাতন নিপিড়ন চালাচ্ছে।’

১৭ মার্চ থেকে ২৬ মার্চ পযর্ন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘ক্ষমতাসীন বা সরকার নিজেদের প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার হরণ করেছে।’

তিস্তা চুক্তি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সরকার তিস্তা চুক্তি করবে না। বহুদিন আগে থেকেই তারা বলছে চুক্তি করবে। কিন্তু এখন পর্যন্ত তারা করেনি। পররাস্ট্রমন্ত্রী যা বলছে তা সঠিক নয়। ১০ বছর আগে কোন চুক্তি হয়নি। চুক্তি হলে তো আমরা পানি পেতাম। আমরা তো পানি পাচ্ছি না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার পুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা প্রমূখ।