যশোরে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শনিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিউজ ডেস্কঃ যশোরে ৩ লাখ ১৮ হাজার ৯৪০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে যশোর স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১১ জানুয়ারি ১২ মাস থেকে ৫৯ মাস এবং ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী এসব শিশুদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ হাজার ২৮৮ টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় জানান, ৯টি স্থায়ী কেন্দ্র, ২ হাজার ২৬৮টি আউটরীচ সেন্টার, অতিরিক্ত ১১ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৩৭০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ৮২ হাজার ৫৭০ শিশুকে ভিটামিন খাওয়ানো হবে। সংবাদ সম্মেলনে যশোর জেলার উপজেলার ভিত্তিক তথ্য উল্লেখ করে জানানো হয়, ১২ থেকে ৫৯ মাস বয়সী যশোর সদর উপজেলার ৫৫ হাজার ২৪৯, অভয়নগরে ২৩ হাজার ৯৫৬, কেশবপুরে ২৪ হাজার ৩৫০, মণিরামপুরে ৪৩ হাজার, চৌগাছায় ১৯ হাজার ৯৯০, বাঘারপাড়ায় ২১ হাজার ৭৬১, ঝিকরগাছায় ৩১ হাজার ২৬৬, শার্শায় ৩৭ হাজার ৫৪৮, যশোর পৌরসভায় ২৫ হাজার ৪৫০ এবং ৬ থেকে ১১ মাস বয়সী যশোর সদর উপজেলায় ৭ হাজার ২৭১, অভয়নগরে ৩ হাজার ২৭৫, কেশবপুরে ২হাজার ৮৯৫, মণিরামপুরে ৫ হাজার ৬৯০, চৌগাছায় ২ হাজার ৪৫০, বাঘারপাড়ায় ২হাজার ৯৯০, ঝিকরগাছায় ৩ হাজার ৬৩৭, শার্শায় ৪ হাজার ৮৭ , যশোর পৌরসভায় ৪ হাজার ৭৫ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে। ২০১৯ সালের জুলাই মাসে ভিটামিন এ ক্যাপসুল ৬ থেকে ১১ মাস বয়সীদের টার্গেটের শতকরা ৯৯ ভাগ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী টার্গেটের শতকরা ৯৮ দশমিক ২০ ভাগ পূরণ হয়েছে। ১১ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় যশোর উপশহর খাজুরা বাসস্টান্ডের শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. গিয়াস উদ্দিন। এসময় যশোরের সাংবাদিকরা বক্তব্য রাখেন। Share this:FacebookX Related posts: গৌরীপুরের ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী শনিবার গৌরীপুরের প্রয়াত এমপি নজরুল ইসলাম সরকারের ২৮তম মৃত্যু বার্ষিকী শনিবার চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে-সিটি মেয়র ভাস্কর্যবিরোধী অপতৎপরতা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু বড় ভাইয়ের দেয়া আগুনে পুড়ে গেছে ছোট ভাইর ঘর গফরগাঁওয়ে গরুসহ কৃষক অগ্নিদগ্ধ খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: এ’ খাওয়ানোযশোরে ভিটামিন ‘শনিবারহবে’