পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা পেয়েছেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১ পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা পেয়েছেন স্টাফ রিপোর্টার : পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ থেকে ১০ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় প্রার্থী মনোনীত করে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে। এবারের নির্বাচনে ১০ ইউনিয়ন থেকে ১শ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আবেদন করে। শনিবার রাতে ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড ১০ প্রার্থী চূড়ান্ত করে নৌকা প্রতীক প্রদান করার মাধ্যমে তালিকা প্রকাশ করে। এবারে যারা নৌকা পেয়েছেন তারা হলেন, ১নং হরিঢালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চু গতবারও তিনি মনোনয়ন পেয়েছিলেন তবে নির্বাচিত হতে পারেননি, ২নং কপিলমুনি ইউনিয়ন থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, ৩নং লতা ইউনিয়নে পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ৪নং দেলুটি ইউনিয়ন থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ৫নং সোলাদানা ইউনিয়ন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী গতবার তিনি মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেন নি, পরবর্তীতে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন, ৬নং লস্কর ইউনিয়ন থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারমান কেএম আরিফুজ্জামান তুহিন, ৭নং গদাইপুর ইউনিয়ন থেকে প্রথমবারের মত মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ৮নং রাড়ুলী ইউনিয়ন থেকে প্রথমবারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর আগে তিনি অত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ বার ইউপি চেয়ারম্যান ছিলেন, ৯নং চাঁদখালী ইউনিয়নে এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী গতবার তিনি মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেন নি ও ১০নং গড়ইখালী ইউনিয়ন থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। Share this:FacebookX Related posts: বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, আলোচনায় ৫ জন বাগেরহাট-৪ উপনির্বাচন: বিএনপি ও জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল খোকসা পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী কুষ্টিয়ার ৪টি পৌর নির্বাচনে ৩টি নৌকা ১টিতে মশাল বিজয়ী মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন প্রার্থীতা প্রত্যাহার করলেন সাজেদুর রহমান রাত পোহালেই মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন,নয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনিরামপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রার্থীর জয় নড়াইলের দুই পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত চিতলমারীতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার টিকিট পাবে কারা? মরিয়া তরুন প্রজন্ম বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরনবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনেপাইকগাছারযারা নৌকা পেয়েছেন