সাহায্য পাঠাতে তরুণীর পোশাক ছাড়া ছবি বিক্রি

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বলছে আগুন। দিনের পর দিন বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ আগুনে অস্ট্রেলিয়ার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। এবার তাদের পাশে দাঁড়াতে অভিনব পথ বেছে নিলেন এক আমেরিকার তরুণী।সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজের পোশাক ছাড়া ছবি বিক্রি করে টাকা সংগ্রহ করছেন বছর কুড়ির কেলেন ওয়ার্ড।দাউদাউ করে আগুন জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে গিয়েছে প্রায় কয়েক লাখ একর জমি।ভস্মীভূত হয়েছে প্রায় দু’শোরও বেশি বাড়ি। কয়েকশো কোটি টাকার ক্ষতি।

গত বুধবারই দেশটির বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।পরিস্থিতির জেরে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।এর মাঝেই জানা গেল এই ভয়াবহ দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যপ্রাণীদেরও। ঝলসে মৃত্যু হয়েছে প্রায় ৫০ কোটি জন্তুর।কিছু মানুষ সেই আগুনের লেলিহান গ্রাস থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু মানুষ।জানা গিয়েছে, ‘দ্য ন্যাকেড ফিলানথ্রপিস্ট’ নামে টুইটার হ্যান্ডল চালান কেলেন। আর সেই টুইটার হ্যান্ডলের মাধ্যমেই নিজের ন্যুড ছবি বিক্রি করছেন তিনি।তার প্রতিটি ন্যুড ছবির জন্য দিতে হবে ১০ মার্কিন ডলার, টুইট করে এমনটাই জানিয়েছে কেলেন ওয়ার্ড।ইতিমধ্যে নিজের নগ্ন ছবি বিক্রি করে মাত্র দুদিনে সাত লাখ ডলার।