ট্রাম্প ফেসবুকের সবচেয়ে বড় সেলিব্রিটি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকের সবচেয়ে বড় সেলিব্রিটি ট্রাম্প। এই ধরণের দাবি তিনি নিজেই করেছেন। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের কাছে নিজেই এ কথা বললেন ট্রাম্প।পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রেডিও-তে টকশো উপস্থাপক রুশ লিমবাউয়ের সঙ্গে লাইভে আড্ডা দিয়ে একই কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।ট্রাম্প বলেন, আমি একদিন মার্ক জুকারবার্গের সঙ্গে রাতের খাবার খেয়েছি। এ সময় জাকারবার্গ আমাকে বলেন, আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। তখন ট্রাম্প বলেন, ফেসবুকে আমি এক নম্বর বলে?ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফেসবুক সিইও সর্বশেষ রাতের খাবার খেয়েছিলেন গত বছরের অক্টোবরে। সেই সময় বার্তা ছড়ানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্বের ওপর জোর দেন মার্কিন এই প্রেসিডেন্ট।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভুল তথ্য এবং ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সমালোচনার মুখে রয়েছে। ট্রাম্প নিজেই ফেসবুক এবং টুইটারের ব্যবহার করে বারবার মিথ্যা বিবৃতি এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন।মার্কিন এ দুই প্ল্যাটফর্ম ট্রাম্পকে জানিয়েছে, তারা রাজনীতিকদের মিথ্যা বিবৃতি সরিয়ে ফেলবে না। কারণ এগুলো সংবাদের উৎস ক্যাটাগরিতে পড়ে।