কর্মীদের আরও শক্তি সঞ্চয়ের আহ্বান আব্বাসের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃস্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে আরো সাহস ও শক্তি সঞ্চয় করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে চলবে না। আপনারা সাহস করে এখানে বসে আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে আরো সাহস ও শক্তি সঞ্চয় করতে হবে। শনিবার (৬ মার্চ) লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, ‘এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন একজন করে কোটি জনগণ এক সাথে হয়ে একদিন আমরা এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবো।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা প্রতিবাদ সভা করছি, কারণ আমরা আমাদের কথা বলার অধিকারটা চাই। আমরা দেশের স্বাধীনতা চাই। আমরা দেশের মানুষের স্বাভাবিক কথা বলার গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কিন্তু আজকে চারিদিকে কত অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন। এতো ভয় কিসের। কাকে এতো ভয়?’ সরকারকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, ‘যাকে ভয় পাবেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আটকে রেখেছেন (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া)। যাকে ভয় পাচ্ছেন, সেই তারেক রহমান প্রবাসে আছেন। যাকে ভয় পাচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের মাঝে নেই। তবু এতো ভয় কেন আপনাদের? আমি বুঝতে পারি না। এতো ভয়, কি জন্য এতো ভয়?’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে সমাবেত হতে দেখা গেছে। কয়েকশ’ নেতা কর্মী এই সমাবেশে অংশ নেন। তাদেরকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বসে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসবেকল দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহ দপ্তর সস্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: ধ্বংসাত্মক ঢাকাকে পরিবর্তনের আহ্বান ইশরাকের সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান ফখরুলের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান ফখরুলের সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান ফখরুলের ‘জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকায় ধর্ষণ বাড়ছে’ উত্তরে আতিকুল পেলেন নৌকা, তাবিথ ধানের শীষ একই ওয়ার্ডে স্বামী-স্ত্রী, সাঈদের লাটিম-বউয়ের ঠেলাগাড়ি! যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক সম্মিলিত প্রয়াসে করোনাকে পরাজিত করব নাসিমের অস্ত্রোপচার সফল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আব্বাসেরআহ্বানকর্মীদের আরও শক্তিসঞ্চয়ের