আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধন ১৪ মার্চ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃপ্রধানমন্ত্রীর রাখা ‘শ্বেতবলাকা’ নামের নতুন বিমান ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় আসে বিমানটি। নতুন যুক্ত হওয়া ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ একসঙ্গে ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সব সুযোগ-সুবিধার সমন্নয়ে তৈরি শ্বেতবলাকায় আসন রয়েছে ৭৪টি। উড়োজাহাজটি বিমান বহরে যুক্ত হওয়ার ফলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। ফলে এই রুটেগুলোতে বিমান তার যাত্রীদের আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। উড়োজাহাজটি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের সকল সেক্টরের উন্নয়ন আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ঢেলে সাজানো হচ্ছে। বিমানের বহরকে আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি করা হয়েছে। তার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’ দেশে এসেছে।’ বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর, দ্বিতীয়টি গত ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি আজ দেশে পৌঁছালে। Share this:FacebookX Related posts: বই উৎসবের উদ্বোধন মুজিববর্ষের কাউন্টডাউন শুরু, উদ্বোধন বিকেলে ই-পাসপোর্টের উদ্বোধন ২২ জানুয়ারি ২০২১ সালের জুনে পদ্মা সেতু, ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে উদ্বোধন মার্চে পিছিয়ে গেছে পদ্মাসেতুর উদ্বোধন পদ্মা সেতু প্রকল্পের ১৪ রেলস্টেশনে বসছে সোলার প্যানেল একাদশের অনলাইন ক্লাসের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৪, শনাক্ত ৫১৫ জন শুরু হলো অগ্নিঝরা মার্চ SHARES Matched Content জাতীয় বিষয়: ১৪আকাশতরী ওউদ্বোধনমার্চশ্বেতবলাকার