সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিউজ ডেস্কঃ খুলনা, টাঙ্গাইল ও চট্রগামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে সমাবেত হয় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মিরা। পরে বেলা ১১টায় মানববন্ধনে অংশ নেয় জেলার চারটি উপজেলার সাংবাদিকরা।এ সময় সাংবাদিকরা তাদের ব্যবহৃত ক্যামেরা ল্যাপটপও বুম সড়কের ওপর রেখে সড়কের উপর বসে অভিনব প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দুষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন তারা।সাংবাদিকদের এ কর্মসূচিতে যোগদান করে সংহতি প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, শাহার আলী, নাসির উদ্দীন আহমেদ, জেড আলম, শরীফ উদ্দীন হাসু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জীবননগরের জামাল হোসেন ও হিজলগাড়ি প্রেসক্লাবের শামীম হোসেন মিজি। সাংবাদিকদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজনের সভাপতি সিদ্দিকুর রহমান, পৌর ডিগ্রিী কলেজের অধ্যক্ষ শাহাজান আলী, সাহিত্য পরিষদের সভাপতি ও নদীরক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, উদীচীর সভাপতি হাবীবী জহির রায়হান, কবি সাহিত্যিক হেলাল হোসেন জোয়ার্দ্দার ও এনজিও প্রতিনিধি ইলিয়াস হোসেন।বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিও আহ্বান জানান সাংবাদিক নেতারা।মানববন্ধন শেষে সাংবাদিকরা শহীদ হাসান চত্বরের রাস্তায় ব্যারিকেড দিয়ে বসে পড়লে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা-যশোর ও চুয়াডাঙ্গা-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাংবাদিকরা তাদের ব্যবহৃত ক্যামেরা ল্যাপটপ ও বুম রাস্তার ওপর রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল সহকারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।স্বারকলিপিতে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিসহ ৫ দফা দাবি জানানো হয়েছে। Share this:FacebookX Related posts: ত্রাণের প্রলোভনে ধর্ষণ, ধর্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সাংবাদিক আমিনুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন পুলিশের এএসআই-সোর্সের শাস্তির দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন পুলিশের বিরুদ্ধে ‘গ্রেপ্তার বানিজ্যে’র অভিযোগে মানববন্ধন সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ওবিক্ষোভমানববন্ধনসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে