সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিউজ ডেস্কঃ একাত্তর টিভির খুলনা ব্যুারো প্রধান রকিব উদ্দিন পান্নু ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম. জি কিবরিয়া চৌধুরীকে গ্রেপ্তারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাব চত্তরে মানববন্ধন শেষে মাইজদী শহরে বিক্ষোভ সমাবেশ করে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা।এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বখতিয়ার শিকদার, মীর মোশারফ হোসেন মিরন, মেজবাউল হক মিঠু, লিয়াকত আলী খান, আবু নাছের মঞ্জু, আমিরুল ইসলাম হারু, মিজানুর রহমান, আকাশ মো. জসিম, তাজুল ইসলাম মানিক ভূঞা, মোহাম্মদ সোহেল প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম. জি কিবরিয়া চৌধুরীকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে এবং একাত্তর টিভির খুলনা ব্যুারো প্রধান রকিব উদ্দিন পান্নুকে পুলিশ হাতকড়া পড়িয়ে টেনে-হিছঁড়ে অপমানিত করেছে। যাতে করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা হরণ হয়েছে।অবিলম্বে সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তারসহ বিচারের দাবি জানানো হয় । Share this:FacebookX Related posts: বরগুনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: নোয়াখালীতেমানববন্ধনসাংবাদিক নির্যাতনের প্রতিবাদে