চাঁপাইনবাবগঞ্জে পুত্রের হাতে পিতা খুন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-কলেজপাড়ায় পুত্রের হাতে পিতা খুনের লোমহর্ষক ঘটনা ঘটেছে।
ঘটনাসুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে গরু বিক্রি করে পাওয়ার টিলার কিনে না দেওয়ায় পুত্র সুজন আলীর (২৪) হাতে পিতা তরিকুল ইসলাম (৬০) খুন হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। ৬ নং ওয়ার্ডের মহাল্লাদার আলিম মুন্সির ছেলে আহম্মদ আলী জানায়, পাওয়ার টিলার কিনে নেওয়ার জন্য বেশ কদিন ধরে বায়না ধরে বাবা তরিকুল ইসলামের কাছে ছেলো সুজন আলি।

তার বাবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত থাকায় পাওয়ার টিলার কিনে দিতে অস্বিকৃতি জানায়। ক্ষোভে ছেলে সুজন পিতাকে বেধড়ক মারতে থাকে। এক পর্যায়ে গলা চেপে ধরে। একপর্যায়ে ঘটনাস্থলেই পিতার মর্মান্তিক মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত তরিকুলের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে সুজন পলাতক আছে। সংবাদ লিখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি বলে জানায় ওসি।