গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নিজ মাওহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ বাড়িতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১.৩৫ মিনিটে হৃদরোগে নাজমুল ইসলাম কাসেম (৬২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)।

সন্ধ্যা সাতটায় মাওহা ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে নিজ গ্রাম মাওহা লক্ষীনগরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় । মৃত্যকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। নাজমুল ইসলাম কাসেমের মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।