এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃস্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সভায় সিডিপি এ সুপারিশ করে। এর ফলে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে। এলডিসি উত্তরণে নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার জন্য ৩ থেকে ৫ বছর প্রস্তুতিকালীন সময় পাওয়া যায়। বাংলাদেশ ইতোমধ্যে ৫ বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে আবেদন করেছে। তিনটি শর্ত পূরণ হলে এবং পরপর দুটি পর্যালোচনায় মানদণ্ড ধরে রাখতে পারলে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে সিপিডি। ২০১৮ সাল থেকে বাংলাদেশ তিনটি শর্তই পূরণ করে আসছে। আবার মানদণ্ডও ধরে রেখেছে। তিনটি শর্ত হলো- মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলারে রাখা। ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৮২৭ ডলার। মানবসম্পদ সূচকে ৬৬ পয়েন্ট ও অর্থনীতির ভঙ্গুরতা সূচকে ৩২ বা নিচে আনা। বাংলাদেশ এসব শর্তও ২০১৮ সাল থেকে পূরণ করে আসছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের পয়েন্ট ৭৫.৩ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ২৫.২। Share this:FacebookX Related posts: বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সীমান্ত হত্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স থেকে রাডার কিনছে বাংলাদেশ ‘ভারতে করোনার টিকা তৈরি হলে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ’ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকানোর সুপারিশ সংসদীয় কমিটির ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে সংসদীয় কমিটির সুপারিশ করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ অভিন্ন ৬ নদীর পানিবণ্টনের তথ্য চায় বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: এলডিসি থেকে উত্তরণের চূড়ান্তপেয়েছেবাংলাদেশসুপারিশ