পীরগঞ্জে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃঠাকুরগায়ের পীরগঞ্জে পুকুরে পড়ে রমিজা বেওয়া (১০০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের বীরহলী গ্রামের নিরাশি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বীরহলী গ্রামের মৃত করিম বক্স-এর স্ত্রী রমিজা বেওয়া সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুরের দিকে একই এলাকার কালাম ওই পুকুরের পানিতে বৃদ্ধাকে দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।