পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইজিপির কড়া হুঁশিয়ারি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন কিংবা ব্যবসা অথবা মাদক কারবারীদের সঙ্গে সখ্যতার অভিযোগ উঠলে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে আইজি ব্যাজ প্রাপ্তদের মধ্যে ব্যাজ প্রদান শেষে দেয়া বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, এরকম অভিযোগে শুধু বিভাগীয় ব্যবস্থা গ্রহণেই সীমাবদ্ধ থাকা হবে না।এসময় তিনি পুলিশ সদস্যদের জনতার কাছাকাছি যাওয়ার নির্দেশ দেন। বলেন, পুলিশকে হতে হবে জনতার বন্ধু, মানবতার সেবক।এদিকে আজ সকালে এবারের পুলিশ সপ্তাহে ৬০৫ জনকে আইজি ব্যাজ পরিয়ে দেন জাবেদ পাটোয়ারী।