ঢাবি শিক্ষার্থীর ফুটেজ পেয়েছে ডিসি!

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবের প্রান্তে সড়কের পাশে ঝোপের মধ্যে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামী ধরতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী।গুলশান জোনের ডিসি বলেন, ভিকটিমের সঙ্গে রোববার (৫ জানুয়ারি) থেকে একাধিকবার ওসি, এসি ক্যান্টনমেন্টে কথা বলেছেন। ভিকটিমের কথা অনুযায়ী অভিযুক্ত একজনই ভিকটিমের বাবা ইতোমধ্যে একজনের কথা উল্লেখ করেই মামলা করেছেন বলেও জানান সুদীপ চক্রবর্তী।

তিনি আরও জানান, আমরা ভিকটিমের সঙ্গে কথা বলে জানতে পারি আসামী তার পূর্ব পরিচিত নয়, তবে তাকে দেখলে চিনতে পারবে বলে আমাদের জানিয়েছেন।সুদীপ চক্রবর্তী বলেন, আমরা সার্বিক তদন্তের চেষ্টা করছি। ভিকটিম ঢাকা মেডিকেল কলেজে আছে। আমরা অপরাধীকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছি।এদিকে, নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। দু-একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭ থেকে রাত ৮ টার মাঝামাঝি সময়ে ঘটে। এরপর রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।