ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে: তথ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ সময় সংবাদ ডেস্কঃতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,’ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে বাকস্বাধীনতা নেই বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তাঁরা কথা বলেই এমন অভিযোগ করেছেন। সুতারাং তাঁরা একটু বেশিই কথা বলেন, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই।’ Related posts: সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী বিএনপি এখন হোম আইসোলেশনে: তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয় জঙ্গিনির্মূলে বড় বাধা : তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সংশ্লিষ্টতায় জাতির কাছে ক্ষমা চান- বিএনপিকে তথ্যমন্ত্রী বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী বিএনপি থাকে অন্ধকারে, চারদিকে দেখেও অন্ধকার: তথ্যমন্ত্রী উন্নয়ন অগগ্রযাত্রা বিএনপি দেখতে পায় না: তথ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ : তথ্যমন্ত্রী আ.লীগে সুযোগ সন্ধানীদের কোন স্থান নেই : তথ্যমন্ত্রী বিএনপি চাইলে ‘আগে করোনা টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী বিএনপি ‘হাল ছেড়ে দেওয়ায়’ চসিক নির্বাচনে ভোটের হার কম: তথ্যমন্ত্রী কাতুকুতু দিয়ে লাভ হবে না : তথ্যমন্ত্রী SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আছেতথ্যমন্ত্রীবড় ভূমিকাভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক