শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র, রাস্তায় ফাটল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার পুয়ের্তো রিকোতে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর জানানো হয়েছে।সোমবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ জানায়।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির ১২ কিলোমিটার দক্ষিণে ক্যারিবীয় সাগরে। তবে সাগরে এ ভূমিকম্পের কারণে কোনো প্রকার সুনামির আশঙ্কা নেই বলে জানান ইউএস জিওলজিক্যাল সার্ভিসের কর্মকর্তারা। এদিকে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। তবে এ ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে ভূমিধস ও সড়কে ফাটল দেখা গেছে। ফলে কয়েক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছেদেশটির দক্ষিণের পনস শহরের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক অ্যাঞ্জেল ভাজকজ বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ভূমিকম্পের ফলে দেশটির বিদ্যুৎ সরাবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।তিনি আরও বলেন, ২৮ ডিসেম্বরের পর দেশটিতে শুরু হওয়া ক্রমাগত ভূমিকম্পের মধ্যে এটি অন্যতম শক্তিশালী ভুমিকম্প। এর আগে ২৮ ডিসেম্বর রাতে পুয়ের্তো রিকোতে ছয় দশমিক এক মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে বিভিন্ন সময় ক্রমাগত স্বল্প মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানতে থাকে। Share this:FacebookX Related posts: প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ড্রোন পাঠিয়ে আমাকেও নিশানা করতে পারে : মাহাথির যুদ্ধের বিশাল প্রস্তুতি ইরানের, আতঙ্কে যুক্তরাষ্ট্র! যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গুলিতে ২ জন নিহত করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক পেল যুক্তরাষ্ট্র! করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে চীন ও ইতালিকে ছাড়ালো যুক্তরাষ্ট্র মৃত্যুর সংখ্যায় চীনের রেকর্ড ভাঙ্গলো যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ শাখা থেকে ৫৭ কর্মকর্তার পদত্যাগ ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিল যুক্তরাষ্ট্র মিয়ানমারে অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় বৌদ্ধ ভিক্ষুরা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: উঠলোফাটলযুক্তরাষ্ট্ররাস্তায়শক্তিশালী ভূমিকম্পে কেঁপে