সরকারের পতনের সাইরেন শুনছেন রিজভী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ সময় নিউজ ডেস্ক :আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘পতনের চূড়ান্ত পর্যায়ে’পৌঁছে গেছে বলে মন্তব্য করে নেতাকর্মীদের সেজন্য ‘অপেক্ষা’ করতে বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, এখানে কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।‘ দেশ ‘স্বৈরশাসনের’ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, ‘তার পতনের ঘণ্টা, তার পতনের সাইরেন বাজছে। তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।‘ রিজভীর ভাষায়, সরকারের ‘অন্যায়, অপকর্ম’ এখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে। তারা ‘মুখ দেখাতে পারছে না’। ‘তার পায়ের নিচে মাটি নেই। তিনি এখন অন্ধ রাষ্ট্র শক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমিয়ে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এটা আর তিনি পারবেন না।‘ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবারও দাবি করেন, তাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের আদালত। শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক মামলায় গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির অফিসে সামনে আয়োজিত মানবন্ধনে ‘পুলিশি বাধার’ ঘটনারও সমালোচনা করেন রিজভী। জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তারা মোনাজাতে অংশ নেন। Share this:FacebookX Related posts: সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি: হাছান মাহমুদ সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল সরকারের ষড়যন্ত্রে সাংবাদিক রুহুল আমিন গাজী গ্রেফতার: ফখরুল সীমান্ত হত্যার দায় সরকার এড়াতে পারে না: রিজভী জিয়া গণতন্ত্রকে উদ্ধার করেছেন: রিজভী শেখ হাসিনার পাঠানো ফল মধ্যরাতে ঘোষণা ইসির: রিজভী গণতন্ত্রকে ধ্বংস করা আ.লীগের ধর্ম: রিজভী শীতবস্ত্র বিতরণেও পুলিশের বাধা : রিজভী খেতাব কেড়ে নিলে বিএনপি সুনামির মতো ধেয়ে আসবে : রিজভী আইন-আদালতও আওয়ামী কক্ষপথে: রিজভী স্বাধীনতা দিবসে আ. লীগের সব কর্মসূচি বাতিল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি ছিল SHARES Matched Content রাজনীতি বিষয়: পতনেররিজভীশুনছেনসরকারেরসাইরেন