কানাডার ম্যানিটোবায় ৩ বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ অনলাইন ডেস্ক : কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন। তিনি আরও বলেন, কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। Share this:FacebookX Related posts: কেনিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৩ উত্তাল উইসকনসিনে গুলিতে নিহত ২ চীনে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ৫ জন নিহত কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ আফগানিস্তানে মাদরাসায় হামলা, ইমামসহ ১১ শিশু নিহত ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ ইরানে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭ ইরাকে সেনাবাহিনীর অভিযানে ৭ আইএস জঙ্গি নিহত ক্যামেরুনে বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ৫৩ চীনে স্বর্ণখনিতে আগুন: নিহত ২, নিখোঁজ ৪ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৩ বাংলাদেশিকানাডারনিহতবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুনম্যানিটোবায়