সীমান্তের ওপারে কোটি টাকার স্বর্ণসহ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করে কোটি টাকা মুল্যের স্বর্ণের বার পাচার করার সময় বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ভারতীয় চ্যাংরাবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মনির হোসেন (৪০)। তার পিতার নাম আব্দুর রশিদ। বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার গোপালনগর গ্রামে।এ সংক্রান্ত একটি খবর ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছে। বুড়িমারী পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা খন্দকার মাহমুদ বলেন- ‘ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ঘটনা জেনেছি। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’জানা গেছে, সোমবার (৬ জানুয়ারি) যশোধা পরিবহণ যোগে বুড়িমারী স্থলবন্দরে এসে সকাল ১০টার পর বিএফ- ০৭৭০৭০১ নং বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মনির হোসেন বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতীয় চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনে প্রবেশ করে। মনিরকে দেখে ভারতীয় শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হলে তার শরীর তল্লাশী করে কোটি টাকা মুল্যের প্রায় দুই কেজি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এভাবে কোটি টাকার স্বর্ণ ভারতে পাচার হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার তৈরি হয়েছে। কাস্টমস, বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার সোমেন কুমার চাকমার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আমাদের নিয়মে যে ভাবে চেক করা হয়ে থাকে তাকে সেভাবেই চেক করা হয়েছে। আমার ধারণা তার সাথে আরো অন্য কেউ জড়িত ছিল বর্ডার ক্রস করার পর স্বর্ণের বার গুলো তার কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরেও ভবিষ্যতে আরো ভালভাবে তৎপরতা বাড়ানোর জন্য আজ সন্ধ্যায় আমরা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করেছি।