খনন কাজে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি কর্মীদের মহড়া

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদী খনন কাজে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী এলাকায় স্থানীয় বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার খবর পাওয়া গেছে।জানা গেছে, নিউ ধলেশ্বরী নদী খনন কাজে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (৪ জানুয়ারি) গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডলদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

এসময় বিএনপি নেতাকর্মীদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন ধরণের শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আল মামুন বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত ৬-৭ জনের নামে কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেন।কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ ওই মামলাটি অদ্যাবধি এফআইআর হিসেবে গন্য করেনি। উপরন্তু বিএনপি নেতাদের পক্ষের অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে আটক গোহালিয়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, আ.লীগ নেতা হাকিম উদ্দিন ও মোতালেব হোসেনকে আদালতে প্রেরণ করে।ওই ঘটনার জের ধরে রোববার (৫ জানুয়ারি) বিকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল ও বিজিবি সদস্য আব্দুল আলীমের নেতৃত্বে নুরুল ইসলাম, আমিনুল, সোহেল, নোমান সহ ১৫-১৬জন ব্যক্তি গোহালিয়াবাড়ী বাজারে মহড়া দেয়।

এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আত্মগোপনে চলে যায় তারা। পুলিশ চলে গেলে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আবার মহড়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, আমাদের অভিযান অব্যাহত আছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে আমরা কোন ছাড় দেব না।