সোমবার পুঁজিবাজারে বড় উত্থান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃটানা পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩০৪ পয়েন্ট। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বাড়ার পাশাপাশি এদিন উভয় বাজারে বেড়েছে লেনদেনও। বাজার বিশ্লেষকরা বলছেন, স্বাভাবিক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। মূল্য সংশোধনের পর এখন উত্থান হচ্ছে। বাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ১টির, অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১টির, অপরিবর্তিত রয়েছে ৩টির শেয়ারের দাম। বীমা খাতের ৪৯টি কোম্পানির মধ্যে ৪০টির দাম বেড়েছে, কমেছে ৪টির, অপরিবর্তিত রয়েছে ৫টির প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর তথ্যানুযায়ী, সোমবার দিন শেষে বাজারে মোট ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২১ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮শ ১ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন, সামিট পাওয়ার, তৌফিকা ফুডস এবং বিডি ফাইন্যান্স। দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট এলায়েন্স পোর্ট, ফরচুন, মাইডাস, বে-লিজিং, অ্যাকটিভ ফাইন, রবি, সাইফ পাওয়ার, আইটিসি, কেডিএস এবং লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ৩০৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। বাজারে লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৮০ লাখ ৮১ হাজার টাকা। Related posts: ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার অনুরোধ জানাব : স্বরাষ্ট্রমন্ত্রী গৃহঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ বসুন্ধরার বিটুমিন প্ল্যান্ট নিয়ে আমরা আনন্দিত : অর্থমন্ত্রী করোনাভাইরাস : দেশের সব বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা ৫০-৬০ টাকায় নামল পেঁয়াজের দাম জুন পর্যন্ত কোনো কিস্তি আদায় নয়, তবে ঋণ দেওয়া যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে সাড়ে ৪ হাজার বর্গফুট অফিস ফ্লাইট অপারেশন চার্জ মওকুফ চায় এয়ারলাইন্সগুলো বাজেট প্রস্তাবে কোন মন্ত্রণালয় ও বিভাগ কত কোটি টাকা বরাদ্দ পেল আবার বেড়েছে আলু-পেঁয়াজের দাম ঢাকা চেম্বারের নতুন সভাপতি হলেন রিজওয়ান রাহমান বাড়ছে বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: উত্থানপুঁজিবাজারেবড়সোমবার