নারী সাংবাদিককে হুমকির অভিযোগে বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি বরখাস্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলোকে নারী সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। ব্যক্তিগত জীবন নিয়ে তদন্ত করায় এক নারী সাংবাদিককে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি। এরপরই টিজে ডাকলোকে সাতদিনের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন গণমাধ্যম পলিটিকো’র রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দিয়েছিলেনে প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো। অন্য এক সাংবাদিকের সঙ্গে ডাকলোর সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন ওই রিপোর্টার। এ বিষয়ে বিস্তারিত জানতে টিজে ডাকলোকে করা প্রশ্নের একপর্যায়ে রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এদিকে শৃঙ্খলা বজায় রাখতে প্রেসিডেন্ট বাইডেন কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন বলে সমালোচনা করেছেন বেশ কিছু পর্যবেক্ষক। কারণ এর আগে বাইডেন বলেছিলেন, সহকর্মীদের সঙ্গে হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা অসম্মানজনকভাবে কথা বললে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে। তবে এক্ষেত্রে একটি ম্যাগাজিনে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। আলজাজিরা জানিয়েছে, নারী সাংবাদিক পালমেরিকে হুমকি দেওয়ার বিষয়টি সর্বপ্রথম প্রকাশ করে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন। এরপরই প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কর্মরত ডাকলোকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দ্য পলিটিকো’র ওই রিপোর্টার টিজে ডাকলোর সঙ্গে অ্যালেক্সি ম্যাকক্যামন্ড নামে অন্য এক সাংবাদিকের সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন। নির্বাচনের আগে জো বাইডেনের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করেছিলেন অ্যালেক্সি ম্যাকক্যামন্ড। ভ্যানিটি ফেয়ার জানায়, অ্যালেক্সি ম্যাকক্যামন্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের একপর্যায়ে পলিটিকো’র রিপোর্টার তারা পালমেরিকে ফোন করেন টিজে ডাকলো। ফোনে তিনি বলেন, ‘আমি তোমাকে শেষ করে দেবো।’ এছাড়া হুমকি দেওয়ার পাশাপাশি পালমেরির উদ্দেশে ডাকলো অবমাননাকর বিভিন্ন মন্তব্যও করেন বলে জানিয়েছে ম্যাগাজিনটি। Share this:FacebookX Related posts: সুচির ২৪ মন্ত্রী বরখাস্ত করেছে সেনাবাহিনী বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ মাত্র ১৫ মিনিটেই হবে করোনা শনাক্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন বাংলাদেশের বিজয়ের খবর ফলাও প্রচার পায় মার্কিন গণমাধ্যমে মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ সৌদি প্রবেশে ২০ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা গণতন্ত্র সূচকে ৪ ধাপ এগোল বাংলাদেশ পাকিস্তান-ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট ফের স্থগিত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নারী সাংবাদিককে হুমকির অভিযোগে বাইডেনের ডেপুটিপ্রেসবরখাস্তসেক্রেটারি