হঠাৎ বিএনপির চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১ অনলাইন ডেস্ক ; নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির ঘোষিত চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ সমাবেশ হওয়ার কথা ছিল। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবারে অনুষ্ঠেয় চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ এবং চট্টগ্রাম অভিমুখের রোডমার্চটি পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্য পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করা হবে। তিনি জানান, চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত করা হলেও বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর এবং দক্ষিণের ঘোষিত সমাবেশ নির্ধারিত দিনেই হবে। গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত ৬ মেয়র প্রার্থী। তারা ওইদিন ঘোষণা দেন দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬সিটি করপোরেশন এলাকায় ৬টি সমাবেশ করবেন। ঘোষিত সেই সমাবেশের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির নেতারা গুলশানে সংবাদসম্মেলন করে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির কারণেই চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়েছে। Share this:FacebookX Related posts: করোনা সংকট মোকাবিলায় বিএনপির প্যাকেজ প্রস্তাবনা টেকনাফে বিএনপির পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ পরিচয় হঠাৎ লক্ষ্যবস্তু কেন জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের বিএনপি’র গন্ডগোল পাকানোর চেষ্টা জনগণ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে বিএনপির বিক্ষোভ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম ছয় সিটিতে বিএনপির কর্মসূচি বিএনপির কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা: ওবায়দুল কাদের বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: চট্টগ্রামেরবিএনপিরমহাসমাবেশ স্থগিতহঠাৎ