ঢাকা এসেই গ্রেফতার সিকদার গ্রুপের এমডি রন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১ অনলাইন ডেস্ক ; এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকায় নেমেই গ্রেফতার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। তিনি বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন। একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেফতার করে। ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন গণমাধ্যমকে জানান, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার বিদেশে রয়েছেন। গত বছরের ১৯ মে রাজধানীর গুলশান থানায় এই মামলাটি করে ব্যাংক কর্তৃপক্ষ। মামায় আসামি করা হয় সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে। মামলার সূত্রে জানা যায়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাঁদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, পরে সাদা কাগজে সই নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে। মামলায় ব্যাংক কর্মকর্তারা বলেছেন, গ্রুপের এমডির দাবি তুলনায় বন্ধকি সম্পত্তির মূল্য কম ছিল। এরপর ব্যাংক কর্মকর্তাদের একটি অ্যাপার্টমেন্টে আটকে রেখে নির্যাতন করা হয়। তাঁদের গুলি করে হত্যাচেষ্টা করা হয় ও সাদা কাগজে সই নেওয়া হয়। ঘটনার পর থেকেই মামলার দুই অভিযুক্ত- রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক রয়েছেন বলেও জানিয়েছিলেন গুলশান থানার ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। Share this:FacebookX Related posts: ফাঁদ মামলায় ১০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার কাউকে গ্রেফতারের এখতিয়ার নেই দুদকের লিবিয়া হত্যাকাণ্ড: ক্যাম্প মালিক দালালসহ ৪ জন গ্রেফতার ওসি প্রদীপ গ্রেফতার হাজী সেলিমের ছেলে গ্রেফতার, বাসায় তল্লাশি চালাচ্ছে র্যাব যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫ গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেমরায় ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫ SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রেফতারঢাকা এসেইসিকদার গ্রুপের এমডি রন