আল-জাজিরার সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটে মতামত দিতে ৬ অ্যামিকাস কিউরি

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেছেন হাইকোর্ট।

অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত ছয় আইনজীবীকে তাদের মতামত দেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সময় রেখেছেন আদালত।

রিটটির প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

অ্যামিকাস কিউরি হলেন আদালতের আইনি সহায়তাকারী।

অ্যামিকাস কিউরি হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন এ জে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আব্দুল মতিন খসরু, শাহদীন মালিক, ফিদা এম কামাল ও প্রবীর নিয়োগী।

আজ আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী এনামুল কবির ইমন নিজেই শুনানি করেন। শুনানিতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।