গুইমারায় থামছেইনা অবৈধ বালু উত্তোলন

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

আব্দুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়িঃ পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবৈধভাবে খালের পাড় কেটে ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এক শেণির রাজনৈতিক নামধারী বালু খেকোরা।

গুইমারা উপজেলার বাইল্যাছড়ির বিভিন্ন স্থান থেকে, তৈকর্মা এবং বড়পিলাক পাচঁ নং পোষ্ট নামক খাল থেকে এবং সিন্দুকছড়ি বাজারের উত্তর পাশ থেকে খালের পাড় কেটে ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে জানায় এ বালু উত্তোলনের ফলে তাদের আশপাশের জমি ও রাস্তা ঘাটের ক্ষয় ক্ষতি হচ্ছে। অবৈধ বালু ব্যবসায়ী চক্রকে থামাতে পারছেনা স্থানীয় প্রশাসন।

গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার বিভিন্ন স্থানে সরোজমিনে গিয়ে দেখা যায়, সরকারী অনুমোদন বা দরপত্র ছাড়াই, নিয়ম নীতি না মেনে প্রভাব বিস্তার করে, গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে অবৈধ বালু উত্তোলন করে আসছে, কিছু অসাধু স্থানীয় প্রভাবশালী চক্র। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রেখেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

স্থানীয় বালু ব্যবসায়ী বাদল বলেন বাইল্যাছড়ি এলাকার ছয় থেকে সাতটি স্থানে বালু উত্তোলন করা হচ্ছে। তিনি আরো বলেন সকলকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি। সাংবাদিকরা পত্র-পত্রিকায় লিখে বালু উত্তোলন বন্ধ করতে পারবেনা বলেও তিনি বলেন। অবৈধ বালু উত্তোলন কারীরা কিছু স্বার্থানেশি মহলের সহযোগিতায় বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহল মনে করেন।

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হলে স্থানীয় প্রশাসন বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে সচেতন মহল মনে করেন।