২৪ ঘণ্টায় টিকা নিলেন এক লাখের বেশি মানুষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃসারাদেশে টিকাদান কর্মসূচির আজ তৃতীয় দিন পার হলো। এদিন ১ লাখ ১ হাজার ৮২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৯৪ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। এখন পর্যন্ত সারাদেশে মোট টিকা নিলেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২০৭ জনের। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ১ লাখ এক হাজার ৮২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ ও সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন আছেন।’ গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিনে টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিন সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন। Share this:FacebookX Related posts: ছোট প্লেনে ১৪০, বড় প্লেনে ২৬০ যাত্রীর বেশি নয় শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষ উৎসব করছে: স্পিকার সৌদি আরবে এক সপ্তাহ বিমানের সব ফ্লাইট বাতিল টিকা পাবে ৩ কোটি ৪০ লাখ মানুষ, সংসদে প্রধানমন্ত্রী রাজধানীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪ ঘণ্টায় টিকা নিলেনএকবেশিমানুষলাখের