কোহলি ফিরতেই বড় হার ভারতের

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

সময় সংবাদ ডেস্কঃঅভিন্ন যাত্রায় একই রকমের মন্তব্য এসেছে। অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতকে রিকি পন্টিং, মাইকেল ভনরা বলেছিলেন, পাত্তাই পাবে না। হবে ধবলধোলাই। তেমনি ভারত সফরে আসা ইংল্যান্ড নিয়ে গৌতম গম্ভীর মন্তব্য করেছিলেন, সমূলে উৎপাটিত হবেন জো রুটটা।

অথচ চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। জো রুটটা জানিয়ে দিয়েছেন, তারা লড়তে এসেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে।

ঘরের মাঠে পরিষ্কার ফেবারিট ছিল ভারত। ক’দিন আগে কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতেছে তারা। অ্যাডিলেডে শুরুর টেস্টে অবশ্য কোহলি ছিলেন। ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার হারে ডোবে ভারত। অথচ নিয়মিত অধিনায়ক ফিরতেই আবার বড় ব্যবধানে হারল রবি শাস্ত্রীর শিষ্যরা।

চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৫৭৮ রান। দলের পক্ষে অধিনায়ক জো রুট করেন ২১৮। এছাড়া ওপেনার ডমিনিক সিবলি ৮৭ এবং অলরাউন্ডার বেন স্টোকস খেলেন ৮২ রানের ইনিংস। জো বার্ন, ওলি পোপ, জস বাটলাররাও পান ত্রিশ ছোঁয়া রান।

জবাবে প্রথম ইনিংসে ৩৩৭ রানে অলআউট হয়ে ভারত। দলের হয়ে টপ অর্ডারে চেতেশ্বর পূজারা করেন ৭৩ রান। মিডল অর্ডারে ঋষভ পান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন। এছাড়া লোয়ার মিডল অর্ডারে গ্যাবায় রূপকথা লেখা ওয়াশিংটন সুন্দর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে করেন ৮৫ রান। প্রথম ইনিংস থেকে ইংলিশরা লিড পায় ২৪১ রানের।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ভারতের স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে যায় ইংল্যান্ড। অলআউট হয়ে যায় ১৭৮ রানে। কিন্তু তাদের লিড বেড়ে দাঁড়ায় ৪১৯ রানে। জিততে হলে রেকর্ড গড়তে হতো কোহলির নেতৃত্বাধীন ভারতের। কিন্তু তারা ধারে কাছেও যেতে পারেননি। ১৯২ রানে আউট হয়ে হেরেছে ২২৭ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাট থেকে আসে ৭২ রান।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুহমরাহ এবং রবিশচন্দন অশ্বিন। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম। ইংল্যান্ডের হয়ে ভারতের প্রথম ইনিংস থেকে ৪ উইকেট নেন ডোম বেস। দুটি করে উইকেট পান জিমি অ্যান্ডারসন, জোফরা আর্চার ও জ্যাক লিচ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেন অশ্বিন। আর ভারতকে হারাতে চতুর্থ ইনিংসে জ্যাক লিচ ৪টি ও জেমি অ্যান্ডারসন নেন ৩ উইকেট।